Topic 631891
Re: বাংলা (Bengali)
by on 19/08/2025, 18:47:23 UTC
বিটকয়েন যেভাবে প্রাইভেট ও পাবলিক কোম্পানির অধীনে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে না আগামী ২০ বছরের মধ্যে জনসাধারণের মধ্যে বিটকয়েন থাকবে। প্রতিনিয়ত হাজার হাজার বিটকয়েন পাবলিক কোম্পানি ও প্রাইভেট কোম্পানির অধীনে চলে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশ ইতিমধ্যে তাদের কৌশলগত বিটকয়েন রিজার্ভ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কবে যেন শোনা যাবে বাংলাদেশে কিছু বিটকয়েন কৌশলগত রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেবে। যদিও হেঁয়ালিপনা করে বললাম হতেও তো পারে। ব্রাজিল, পাকিস্তান, সুইডেন ,সুইজারল্যান্ড, এসব দেশে ভবিষ্যতে স্বর্ণের পাশাপাশি বিটকয়েন কে তাদের কৌশলগত রিজার্ভের অন্যতম প্রধান কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। এখন সিদ্ধান্ত হচ্ছে আজ থেকে ২০ বছর পরে বিটকয়েন অবশ্যই মিলিয়নের ঘরের পরে চলে যাবে। তখন হয়তো এই দিনটির জন্য আমরা আফসোস করব যে আগে আমরা সাপ্তাহিক সিগনেচার থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেতাম। বাহ মূল্য বুঝতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না।
আপনার কথাগুলো একদম গায়ে লেগে গেল ভাই আমার। একচুয়ালি, দিন দিন যেভাবে বিটকয়েন কর্পোরেট আর গভর্নমেন্টদের হাতে চলে যাচ্ছে, তাতে সাধারণ মানুষের হাতে আর কয়টাই বা থাকবে বিটকয়েন? আগে তো ভাবতাম বিটকয়েন একটা ওপেন ফিনান্স রেভলিউশন হবে, কিন্তু এখন মনে হচ্ছে একপ্রকার ডিজিটাল গোল্ডের মতোই কৌশলগত সম্পদ হয়ে যাচ্ছে। যাচ্ছে মানে অনেকটাই হয়ে গেছে আমার মনে হয়। আগের যুগে যখন আমরা দেখতাম বিত্তবান লোকেদের কাছে স্বর্ণ মুদ্রা থাকতো আর এখন এমনটা হতে যাচ্ছে যে যেখানে বড়লোক, কোম্পানি আর রাষ্ট্রগুলারই দখল বেশি থাকবে বিটকয়েন।

আর আপনি যে কথা বললেন ২০ বছর পর আফসোস করবো এটা ১০০% ঠিক। তখন হয়তো নিজেদের বলব, "ইস! ওই সময়ে যদি কয়টা সাই sat কিনে রাখতাম!" কিন্তু তখন আফসোস করে আর কোন লাভ হবে না এবং তখন তো আর কেউ পাত্তা দিচ্ছিল না, সবাই ভাবত এসব ডিজিটাল হাওয়াবাজি এসবের কোন বৃত্তি নেই। আজকের বেতন, মাসের শেষে পড়ে থাকা দুই হাজার টাকায় যদি ২০ বছর পরের আর্থিক স্বাধীনতা কেনা যেত এই বোধটা তখন আসবে, কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাওয়ার পরে আফসোস করে লাভ নেই। যেমন এখন ভাবি ২০১৩-১৪ সালের দিক থেকে যখন বিটকয়েন সম্পর্কে জানি তখন যদি কিনে রাখতে পারতাম এই সময় কোন অবস্থানে থাকতাম চিন্তা করলে ডিপ্রেশনে চলে যাই ভাই।

অন্য দেখে আমার গরিব অসহায় দুর্নীতিযুক্ত চাঁদাবাজিযুক্ত বাংলাদেশের মতো দেশ যদি সত্যিই রিজার্ভে বিটকয়েন রাখে, সেটা হবে যুগান্তকারী সিদ্ধান্ত। যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ কখনো নিতে পারবে না বললেই চলে তবে গুটিকয়েক সচেতন মানুষ আছে তারা যদি বুঝতে পারে তাহলে হয়তো তারা কিছু বিটকয়েন দূরে রাখতে পারে। একচুয়ালি স্বর্ণ যেমন একসময় ক্ষমতার প্রতীক ছিল, বিটকয়েনও তেমনি হতে চলেছে। কারা আগে বুঝতে পারে, তারাই ইতিহাসের সঠিক পাশে দাঁড়ায়। ইতিহাস তারায় তৈরি করে আর আমাদের মত সাধারণ মানুষ এগুলো চেয়ে চেয়ে দেখা ছাড়া কোন কিছুই করার থাকেনা।