Topic 631891
Re: বাংলা (Bengali)
by on 20/08/2025, 10:29:39 UTC
আপনি একবার ভেবে দেখুন বিটকয়েন এখন শুধুমাত্র কোন দেশের জাতীয় সম্পদ অথবা আগে সবাই ব্যক্তিগতভাবে বিটকয়েন ক্রয় বিক্রয় করতো কিন্তু বর্তমানে বিটকয়েন এখন একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। যেখানে একটা ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশ, বিভিন্ন কর্পোরেট কোম্পানি, বিভিন্ন মেগা প্রতিষ্ঠান, এমনকি হোটেল রেস্টুরেন্টের মতো প্রতিষ্ঠানের বিটকয়েন এখন বিনিয়োগের অন্যতম প্রধান টার্গেট হিসেবে পরিণত হয়েছে। কিছু কিছু কোম্পানি তো প্রতিযোগিতা করে দিয়েছে তার চেয়ে বেশি কে সঞ্য় রাখতে পারে। Metaplanet, MicroStrategy এরা এতটাই আগ্রেসিভ হচ্ছে যে তাদের মধ্যে কে বিটকয়েন ক্রয় করে সর্ব শীর্ষে উঠে আসা যায় এটা নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। মাইক্রো স্টাটিজি এদের টার্গেট এরা বিটকয়েন ক্রয় করতে করতে তারা টোটাল সাপ্লাইয়ের ৩% দখল করে ফেলবে। আবার দেখলাম কিছু কিছু প্রতিষ্ঠান তাদের রোডম্যাপ নির্ধারণ করে দিয়েছে যে তারা নাকি ২০৩০ সালের বা 27 সালের আগে বিটকয়েন ক্রয় করতে করতে তাদের একটা মাইলফল স্পর্শ করবে। এভাবে যদি সবাই বিটকয়েন ক্রয় করার কাজে ব্যস্ত থাকে তাহলে বিটকয়েন একসময় বিকেন্দ্রীকরণ না হয়ে বরং কেন্দ্রিকরণ হয়ে যাবে। তখন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান ব্যক্তিবর্গ ও দেশের সরকারের হাতে বিটকয়েন নিয়ন্ত্রণ ব্যবস্থা চলে যায় কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে তারা যা বলবে সেটাই হবে দাম বাড়লে বললে বাড়বে এবং কমতে বললে কমবে।
ভাই কি বলবো ভাই বলেন, তবে আপনি একদম সঠিক বলেছেন। বিটকয়েন যেটা শুরু হয়েছিল বিকেন্দ্রীকরণের ভাবনায়, এখন সেটা ধীরে ধীরে কিছু বড় কোম্পানি ও দেশের হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ছে। বিকেন্দ্রীকরণ এখন মনে হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে। MicroStrategy বা Metaplanet যেভাবে বিটকয়েন কিনছে, সেটা শুধু ইনভেস্টমেন্ট না এটা ভবিষ্যতের আর্থিক ক্ষমতা দখলের এক প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। আসলে কিছুই করার নেই আমাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতো তাহলে আমরাও এইটাই করতাম। তাও চোখ বন্ধ করে এটা করতাম কারণ সামনের দিনগুলোতে একমাত্র হাতিয়ার হিসেবে বিটকয়েন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একচুয়ালি ভাই, যেটা দেখতে পাচ্ছি বর্তমানে সাধারণ ইনভেস্টরদের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ যদি কিছু প্রতিষ্ঠানের হাতে বড় অংশ চলে যায়, তাহলে তারাই বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। তখন বিটকয়েনও আর স্বাধীন থাকবে না। আমার মনে হচ্ছে সামনে এরকম কিছু হবে বিটকয়েন গুলো উচ্চবিত্তদের হাতেই নিয়ন্ত্রিত হবে বলে মনে হচ্ছে।

আসলে ভাই আফসোস হবেই, দাম যত বাড়বে ততই অতীতের জন্য আফসোস হবে, কিন্তু আফসোস করে আর লাভ হবে না। এখন ২০১৩-২০১৪ সালে লোকেরা বিটকয়েনকে এত গুরুত্ব দেয় নাই, তখন সবাই বিনিয়োগ করতে ভয় পেতো, কিন্তু সময়ের সাথে সাথে বিটকয়েনের দাম $১২৪k হয়েছে। আমি একটা কথা চিন্তা করি, ২০২২ সালে বিটকয়েনের দাম $১৬ হাজার ডলার ছিলো, কিন্তু ৩ বছরের ব্যবধানে কত বেড়েছে, যারা ২০২২ সালে ঝুকি নিয়ে বিনিয়োগ করেছিলো তারা কিন্তু অল্প সময়ের অনেক প্রফিট করেছে। যাইহোক, এখন অতীতের মতো সুযোগ ভবিষ্যতে হয়তো আর আসবে না, তাই ভবিষ্যতের দিকে চোখ রাখা উচিত, কারন দেখা যাবে সময়ের ব্যবধানে ভবিষ্যতের কোন এক সময়ে $১ মিলিয়ন ডলার হবে।

আসলে বিটকয়েনে বিনিয়োগ করতে হলে, ধৈর্য, ঝুকি নেওয়ার সক্ষমতা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হবে, না হলে বিনিয়োগে সাফল্য বয়ে আনবে না।
একদম ঠিক বলেছেন ভাই। বিটকয়েনে সত্যি কথা হলো যে যারা সময়মতো সাহস করে ঝুঁকি নেয়, তারাই সফল হয়। যদি আমরা সাহস করে ঝুঁকি নিতাম তাহলে আমরাও বর্তমান সময়ে সফলতার দিকে থাকতাম। ২০২২ সালে $১৬k তে যারা ইনভেস্ট করেছিল, আজ তারা ভালো প্রফিটে। ২০২২ সালেও বিটকয়েন সম্পর্কে টুকটাক জানতাম কিন্তু তখন ছোট ছিলাম সবে মাত্র ক্রিপ্টো জগতে আসতেছিলাম যার কারণে আর কেনা হয়নি।

বিটকয়েনে লাভ করতে হলে ধৈর্য, ঝুঁকি নেওয়ার মানসিকতা আর ফ্রি ক্যাশ থাকতে হয় তা না হলে চাপ বাড়ে, লাভ আসে না। সময় চলে গেলে শুধু আফসোসই থাকে ভাই, তাই ভবিষ্যতের দিকে চোখ রাখা দরকার। সুযোগ এখনো আছে, তবে বুঝে শুনে চলতে হবে। দেখা যাক ছোট পরিসরে বিনিয়োগ শুরু করেছি‌ চেষ্টা করব এটাকে লম্বা সময় পর্যন্ত ধরে রাখা।