Frank Caprio/ফ্রাঙ্ক ক্যাপ্রিও: ন্যায়বিচারের মানবিক মুখ যিনি আমাদের মাঝ থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে।

আপনারা সকলে জানেন হয়তো ফ্রাঙ্ক ক্যাপ্রিও এর মারা যাওয়ার ঘটনা। বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও একজন মার্কিন বিচারক ছিলেন, যাকে আমরা অল্পদিনের মধ্যেই খুব ভালোভাবে চিনে ফেলেছিলাম। যিনি শুধু আইন নয়, হৃদয়ের ভাষাতেও রায় দিতেন। তার বিচার কার্যগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা বিশ্ব দেখতো। তার জীবন দশায়ক একদম স্বাভাবিক জীবন যাপন করেছেন একদম মানুষের সাথে মিশে গিয়েছেন সব সময়।
তিনি মূলত "Caught in Providence" নামক টেলিভিশন কোর্ট শো-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠেছিল। তাঁর আদালতের দৃশ্যগুলোতে দেখা যেতো কান্না, হাসি, সহানুভূতি আর মানবিকতা কীভাবে একটি কঠিন আইনি কাঠামোতেও স্থান পেতো। মানুষটার স্মৃতিচারণ গুলো সারাজীবন মানুষ মনে রাখবে। আসলে মানুষ যখন ভালো অবস্থানে যায় তখন যদি সে ভালো মানুষ হয় মনুষত্ববোধ মূলক মানুষ হয় তাহলে সে অনেক মানবিক এবং সুন্দর হয় এটা আবারো প্রমাণ হয়ে গেলো।
ফ্রাঙ্ক ক্যাপ্রিও জন্মগ্রহণ করেছিলেন: ২৩ নভেম্বর ১৯৩৬, প্রভিডেন্স, রোড আইল্যান্ড, যুক্তরাষ্ট্রে। বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও ছিলো একজন ইতালিয়ান অভিবাসী পরিবারের সন্তান, যাদের জীবন ছিল সংগ্রামী, সংগ্রাম করেই শেষ পর্যন্ত টিকে গিয়েছে। তার পড়াশোনার বৃত্তান্ত: Suffolk University Law School-এ আইন শিক্ষা বিষয়ে পড়াশোনা করে বের হয়েছিলেন। পরবর্তী সময়ে সে Providence Municipal Court-এর প্রধান বিচারক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তার এই দীর্ঘদিনের যাত্রা ২০ আগস্ট একদম চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছে। ফ্রাঙ্ক ক্যাপ্রিও মৃত্যু বরন করেন: ২০ আগস্ট ২০২৫, নিজ শহর প্রভিডেন্স, রোড আইল্যান্ড, যুক্তরাষ্ট্রে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পারি সে দীর্ঘ প্যানক্রিয়াটিক (অগ্নাশয়) ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামের পর তিনি মৃত্যু বরন করেন।
তাঁর আদর্শ ও নীতিগুলো সত্যিই আমাদের হৃদয়ে সব সময় গাথা থাকবে। (মানবিকতা ও সহানুভূতি): তিনি বিশ্বাস করেন, প্রতিটি মানুষই একটা গল্প বয়ে আনে। তাই তিনি আইন প্রয়োগের সময় মানুষের অবস্থান ও প্রেক্ষাপট বিবেচনা করেন। (শ্রদ্ধা ও সম্মান): আসামি হোক বা সাধারণ নাগরিক সবার প্রতি তাঁর সম্মান ও ভদ্রতা সত্যিই অনন্য।(আইনের মধ্যে ন্যায়): কঠোর আইনের মাঝেও ন্যায়বিচারের নরম আলো খোঁজেন তিনি। (সহানুভূতির বিচার): বাচ্চা, বৃদ্ধ কিংবা অভাবী কারও অনিচ্ছাকৃত ভুলে তিনি শাস্তির বদলে সুযোগ দেওয়াকে প্রাধান্য দেন।
তার বিখ্যাত উক্তিটি সারা জীবন সবার কানে বাজতে থাকবে: “
I try to help people, not hurt them. That’s the purpose of justice.” এই পৃথিবীর প্রতিটি আদালতে যদি Frank Caprio/ফ্রাঙ্ক ক্যাপ্রিওর মতো একজন বিচারক থাকতেন, তবে "বিচার" শব্দটির মানেই বদলে যেত। আমরা সকলেই চাইবো এরকম বিচারক আবিষ্কৃত হোক আমাদের পৃথিবীটাও সঠিক বিচার পাক সবাই।
সে চলে যাওয়ার আগে তার একটি ভিডিও ক্লিপ রেখে গিয়েছে যেখানে সবার কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছি তাকে যেন আমরা ভুলে না যাই আমি সেই ভিডিও লিংকটি শেয়ার করলাম:
https://www.facebook.com/share/v/1DUBYS9hzC/সোর্স লিংক:
https://en.m.wikipedia.org/wiki/Frank_Caprio?utm_source=chatgpt.com