Topic 631891
আগের নিনজাস্টিক কি পুরোপুরি বাদ দিয়ে দিছে নাকি? পুরাই মেকাপ চেন্জ! আগে একটা পাই চার্ট ছিলো না? যেখানে কোন কোন বোর্ডে কেমন কত পারসেন্টেজ পোস্ট করছে দেখা যেতো? ঐটা কি মিসিং নাকি? আমার কাছে ঐটাই বেটার লাগতো! বর্তমানে যে বার চাট দিসে সেটা তেমন ভালো লাগে নাই।
Ninjastic ওয়েবসাইট এর ফিচারগুলো কিন্তু ঠিক আগের মতনই রয়েছে বরং কিছু কিছু ক্ষেত্রে আরো আগ্রসারণ হয়েছে এবং ইউজার ইন্টারফেয়ার্স এ চেঞ্জ এনেছে মোর ইউজার ফ্রেন্ডলি করার জন্য। তবে এটা যখন বেটা বা টেস্টিং ফেস এ ছিল তখন পুরনো ওয়েবসাইট এক্সেস করা যেত কিন্তু বর্তমানে আর সেটা সম্ভব হচ্ছে না অন্তত আমাদের মত ইউজারদের জন্য। সত্যি কথা বলতে ওইটা আমার কাছেও বেটার লাগতো তবে আমি চিন্তা করতেছি যে ওইটার মধ্যে যেসব ফিচার এবং সুবিধা আমরা নিতে পারতাম সেই সব সুবিধা Tryninja কে ইমপ্লিমেন্ট করার জন্য।
তবে পায়ে চার্ট এর বিষয়ে যেটা বললাম আমি বলব বর্তমানে যে হরাইজন্টাল বার চার্ট দিয়েছে এটাও কিন্তু আমার নিকট খারাপ লাগেনি বরং আগেরটার চাইতে একটু বেশি ভালো লেগেছে তবে তুমি তোমার মতামত বা সাজেশন অফিশিয়াল থ্রেড এ জানাতে পারো,, যদি জরুরি মনে করে তোমার সাজেশন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে