পাই চার্ট ভালো লাগার একমাত্র কারন হলো ঐটার দিকে তাকালেই কোনটায় কত ভাগ তা বোঝা যেতো। এজন্য আরকি! ফর এক্সজাম্পল, ধরো পিজ্জা খেতে গেছো, ওয়েটার অসমান ভাবে স্লাইস করছে? এমন হলে তো আমি আগেই বড় স্লাইসে হামলা দিবো! এক পলকেই বোঝা যায় সব। হ্যাঁ উদাহরণটা ফালতু দিলাম বাট মেইন রিজন আই গেস বুঝছো। এখন আসি হরিজেনটাল বারের কথায়, ঐখানে জাস্ট আমি বড় বড় লাঠি আর ছোট্ট ছোট্ট হরফে বোর্ডের নাম দেখি। এর থেকে বেশি কিছু নজরে কাড়ে না। এনিওয়ে ঠিক আছে, ওপিকে প্রশ্ন করবো নি, পুরাতন ইন্টারফেস এক্সেস সম্ভব কিনা এখনো!
হ্যাঁ এটা সত্যি যে এক একজনের পছন্দ একেক রকম থাকতেই পারে, এই ক্ষেত্রে হয়তোবা তোমার পছন্দ কিছুটা ভিন্ন, তবে আমার কাছে কিন্তু এটা আগেরটার চাইতে ভালই লেগেছে এখানে তুমি ক্যান্ডেল গুলোর মাধ্যমেই বুঝা যাবে যে তুমি কোন কোন বোর্ডে বেশি একটিভ তুমি বিশ্বাস করে মেয়েটা এবং আমাদের এই লোকাল থ্রেডে যে বেশি একটিভ এইটা এই চার্ট দেখেই বোঝা যাচ্ছে।
আর প্রিভিয়াস চার্টের ক্ষেত্রে যেহেতু পাই চার্ট ব্যবহার করা হয়েছিল তাই সেখানে আলাদা করে টেবিল দিতে হয়েছে board activity এর জন্য. এই ক্ষেত্রে এই হরাইজেনটাল বারের ক্ষেত্রে এক্সট্রা টেবিলের প্রয়োজন হচ্ছে না যা মূলত কিছুটা স্পেস আলাদা কোন ফিচারের জন্য ব্যবহার করা যায়।
আমাদের পোকার টুরনামেন্ট আজ শুরু হবে, ৩ ঘন্টার ও কম সময় আছে। আশা করছি সবাই জয়েন করবেন। আমরা গ্লোবাল পার্টিসিপেন্ট এক্সেপ্ট করছি পার্টিসেপেন্ট কম হওয়ার জন্য। সবাই কে ট্যাগ করে দিচ্ছি -
ভাই দুঃখ প্রকাশ করছি কারণ আমি এই টুর্নামেন্টে জয়েন করার ইচ্ছা থাকা সত্ত্বেও জয়েন করতে পারলাম না কারণ আমি গত তিন দিন যাবৎ আমি আমার আম্মুকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, এনজিওগ্রাম
করার জন্য অপেক্ষা করছি যদি তার হার্টে কোন ব্লক ধরা পড়ে তাহলে হয়তোবা করোনারি স্টেন্ট স্থাপন করতে হতে পারে।
দৌড়াদৌড়ি করে এই একটু আগে ফ্রি হতে পেরেছি তাই ফোরামে ঢোকার সময় পর্যন্ত পাইনি।